বাগমারার সালেহা-ইমারত কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের উদ্বোধন

সময়: 4:03 pm - February 29, 2020 | | পঠিত হয়েছে: 115 বার

রাজশাহীর বাগমারায় সালেহা-ইমারত কোল্ড স্টোরেজে চলতি বছর আলু সংরক্ষণের উদ্বোধন করা হয়েছে। আলু সংরক্ষণের উদ্বোধন উপলক্ষে শনিবার শিকদারীর সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা আ’লীগের সহ-প্রচার সম্পাদক, আলু ব্যবসায়ী ফরহাদ হোসেন মজনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলু সংরক্ষণের শুভ উদ্বোধন করেন এনা গ্রুপের চেয়ারম্যান, বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

 

উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান, সালেহা ইমারত কোল্ড স্টোরেজের সিনিয়র ম্যানেজার সাজ্জাদুর রহমান জুয়েল, সিনিয়র ম্যানেজার হিসাবশাখা সোহরাব হোসেন মাসুম, কৃষকদের মধ্যে মুনসুর রহমান প্রমুখ।

 

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি, বাগমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান অনিল কুমার সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দীন আহমেদ, আফতাব উদ্দীন আবুল, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, আনোয়ার হোসেন, উপজেলা কার্যকরী কমিটির সদস্য হাচেন আলী, সামসুল হক, আব্দুল বারীক, ওমর আলী, শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী, ঝিকরা ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মানিক প্রাং, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বানু, কৃষকলীগের সাধারণ সম্পাদক, উপজেরা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সালেহা ইমারত কোল্ড স্টোরেজের সিনিয়র লোডিং অফিসার আব্দুল মজিদ, আসলাম হোসেন, স্টোর অফিসার আফজাল হোসেন, এক্সিকিউটিভ হিসাব শাখা রেজাউল করিম, সহ-লোডিং অফিসার আব্দুর রাজ্জাক, সহ বিভিন্ন এলাকার আলু চাষী ও সুধিজন।

 

সালেহা ইমারত কোল্ড স্টোরেজ সূত্রে জানাগেছে চলতি বছর ২ লাখ ২০ হাজার বস্তা আলু স্টোরে সংরক্ষণ করা হবে। এছাড়াও উক্ত অনুষ্ঠানে ২০ জন সেরা আলু চাষী এবং এজেন্টদের মাঝে উপহার বিতরণ করা হয়।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর