রাজশাহী বিভাগে করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ১৭৪

সময়: 2:01 pm - April 18, 2021 | | পঠিত হয়েছে: 429 বার

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার বিভাগের সিরাজগঞ্জে তাঁর মৃত্যু হয়।

 

এ দিন নমুনা পরীক্ষায় বিভাগে নতুন ১৭৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

 

রোববার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪৩৬ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৭২ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ জন মারা গেছেন রাজশাহীতে।

 

এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ৩২ জন, নাটোরে ১৫ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২০জন এবং পাবনায় ১২ জনের মৃত্যু হয়েছে। শনিবার বিভাগের ৬৬ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

 

বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৮৬০ জন। এদের মধ্যে ২৫ হাজার ৭২৪ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৩৭৭ জন কোভিড-১৯ রোগী।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর