জয়পুরহাটে ট্রাক্টর-মাইক্রোবাস সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা ৩

সময়: 10:41 pm - April 21, 2021 | | পঠিত হয়েছে: 88 বার
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক্টর-মাইক্রোবাস সংঘর্ষে তিনজন ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ৩।
গতকাল মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে জয়পুরহাট-হিলি সড়কের জিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জ গ্রামের রবিউল ইসলাম (৫০) নুর বখশ(৫৫) সুরুজ্জামান (৩৫)।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পলাশ চন্দ্র দেব জানান, নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জ এলাকা থেকে একটি মাইক্রোবাসে বেশ কয়েকজন ধানকাটা শ্রমিক নওগাঁর আত্রাই উপজেলায় যাচ্ছিলেন। পথে পাঁচবিবির জিয়ার মোড়ে হিলিগামী বালু বোঝায় ট্রাক্টরের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রবিউল ইসলাম মারা যান।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। মাইক্রোবাস চালক সুরুজ্জামান ও নুর বখশ অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় নুর বখশ ও সুরুজ্জামানের মৃত্যু হয়।
ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুই জনের লাশ দাফন করা হয়েছে। অপরজনের লাশ নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জানান, বুধবার নিহত ও আহতদের বাড়িতে গিয়ে পরিবারের সাথে কথা বলা হয়েছে। উর্দ্ধতন কতৃপক্ষের সাথে আলোচনা করে নিহত ও আহতদের পরিবারে সহযোগীতা করা হবে।
রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর