রাজশাহী বিভাগে করোনায় আরও ৩ জনের মৃত্যু

সময়: 3:18 pm - April 23, 2021 | | পঠিত হয়েছে: 265 বার

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আরও তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার তাঁদের মৃত্যু হয়। এর মধ্যে বিভাগের রাজশাহী জেলায় দুইজন এবং বগুড়ায় একজন মারা গেছেন।

 

শুক্রবার(২৩ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪৫৯ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৮৩ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ জন মারা গেছেন রাজশাহীতে।

 

এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ৩২ জন, নাটোরে ১৬ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২৩ জন এবং পাবনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিভাগে নতুন ১৬২ জন রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগের ১৪০ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

 

বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৭৭১ জন। এদের মধ্যে ২৬ হাজার ৫৬১ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৪৭৪ জন কোভিড-১৯ রোগী।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর