পাবনার ঈশ্বরদীতে গলায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা
পাবনার ঈশ্বরদীতে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে বিজয় সরদার (১৬) নামে শ্রমজীবী স্কুলছাত্র আত্মহত্যা করেছে। রোববার সন্ধ্যায় উপজেলার সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিজয়ই ওই গ্রামের বাসিন্দা ও এলাকার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ও সৌদি প্রবাসী শাহিন সরদারের ছেলে।
বিজয় সরদার ঈশ্বরদী টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের দশম শ্রেণির ছাত্র ছিলো। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সে একটি ইটভাটার শ্রমিক হিসেবে কাজ নিয়েছিলো।
স্থানীয় লোকজন জানায়, পরিবারের সদস্যদের অজান্তে সন্ধ্যার দিকে শয়ন কক্ষের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই কিশোর। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান রোববার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, করোনা সঙ্কটের কারণে প্রতিষ্ঠান বন্ধ থাকায় ওই কিশোর একটি ইট ভাটায় কাজ করতো। পরিবারের লোকজন জানিয়েছে বিজয় মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলো। তবে পুলিশ লাশ উদ্ধার করেছে।
লাশ ময়নাতদন্তের জন্য সোমবার পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। ওসি জানান, ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
রাজশাহী বার্তা/admin