সিরাজগঞ্জে পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ
মহামারী করোনা ভাইরাসের কারণে সারাদেশ লকডাউন। যান চলাচলও বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন দেশের লক্ষ লক্ষ পরিবহন শ্রমিক।
সেইসব পরিবহন শ্রমিকদের কথা চিন্তা করে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবীল থেকে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জ জেলাতেও জেলা প্রশাসন, সিরাজগঞ্জ এর আয়োজনে পরিবহন শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সিরাজগঞ্জ জেলার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ক্ষতিগ্রস্থ পরিবহন শ্রমিকদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ। এছাড়াও জেলা প্রশাসন, সিরাজগঞ্জ এর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ দৈনিক কলম সৈনিককে জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সিরাজগঞ্জ জেলাতেও করোনায় ক্ষতিগ্রস্থ পরিবহন শ্রমিকদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এরকম উদ্যেগ চলমান থাকবে।
রাজশাহী বার্তা/admin