রাজশাহী বিভাগে করোনায় আরও ৭ জনের মৃত্যু

সময়: 1:43 pm - May 4, 2021 | | পঠিত হয়েছে: 163 বার

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আরও সাতজনের মৃত্যু হয়েছে। সোমবার (০৩ মে) তাঁরা মারা যান।

এর মধ্যে রাজশাহীতে একজন, চাঁপাইনবাবগঞ্জে দুইজন, বগুড়ায় তিনজন এবং পাবনায় একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪৯০ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৯৭ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৭০ জন মারা গেছেন রাজশাহীতে।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ২০ জন, নওগাঁয় ৩৪ জন, নাটোরে ১৭ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২৩ জন এবং পাবনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার বিভাগে নতুন ১০২ জন রোগী শনাক্ত হয়েছেন।

এ দিন বিভাগের ১৬০ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৬০ জন। এদের মধ্যে ২৮ হাজার ৪১৩ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৬২৬ জন কোভিড-১৯ রোগী। বাকিরা বাড়িতেই চিকিৎসা নিয়েছেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর