ভ্যানচালক ও মোটর শ্রমিকরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার

সময়: 9:14 pm - May 5, 2021 | | পঠিত হয়েছে: 125 বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে রাজশাহীর ৫০০ ভ্যানচলককে চাল দেওয়া হয়েছে। এছাড়া ২৩১ জন মোটর শ্রমিক এই উপহার পেয়েছেন।

বুধবার (৫ মে) রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিল এসব উপহার বিতরণ করেছেন।

সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে দূরত্ব রেখে চেয়ার পেতে দেওয়া হয়। পাশেই রেখে দেয়া হয় একটি করে চালের বস্তা। ভ্যানচালকেরা গিয়ে চেয়ারের পাশে বসেন। জেলা প্রশাসক আবদুল জলিল গিয়ে কয়েকজনের হাতে চালের বস্তা তুলে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। তারপর ভ্যানচালকেরা চেয়ারের পাশে থাকা চালের বস্তা ভ্যানে তুলে হাসিমুখে বাড়ি ফেরেন।

চাল বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, পরিমাণে কম হলেও এই চাল প্রধানমন্ত্রীর। এগুলো প্রধানমন্ত্রীর উপহার। দুর্যোগ আমাদের যতই ঘায়েল করার চেষ্টা করুক না কেন, কেউ ভেঙ্গে পড়বেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন আছেন, সবার রুজির ব্যবস্থা হবে।

কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী বলেন, জেলা প্রশাসক কাটাখালী পৌর এলাকার ভ্যানচালকদের জন্য এই বিশেষ বরাদ্দ দিয়েছিলেন। তার কাছে চাইতে হয়নি। তিনি নিজে ফোন করে ডেকে এই বরাদ্দ দিয়েছেন। মেয়র পৌরবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, কাটাখালী পৌরসভার কাউন্সিলর মো. নুরুজ্জামান, এনামুল হক, সচিব এসএম মুনীর, মাসকাটাদীঘি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার (৫ মে) সকালে রাজশাহী রিভার ভিউ কালেক্টরেট মাঠে করোনাভাইরাসের বিস্তার ও প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ২৩১ জন পরিবহন শ্রমিকদের মাঝে উপহার প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক আব্দুল জলিল প্রধানমন্ত্রীর পক্ষে তাদের হাতে এ উপহার তুলে দেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কল্যাণ চন্দ্র, পরিবহণ শ্রমিকের নেতা বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন। করোনা প্রাদুর্ভাবের বর্তমান পরিস্থিতিতে এ ধরনের উপহার পেয়ে পরিবহন শ্রমিকরা এ সময় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর