জনসংখ্যা বাড়লেও খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হচ্ছে: কৃষিমন্ত্রী

সময়: 4:27 pm - May 6, 2021 | | পঠিত হয়েছে: 173 বার

কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি আজ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা ও  বরেন্দ্র অঞ্চলের রহনপুরের   ব্রি-৮১ জাতের ধান কর্তন ও কৃষক সমাবেশ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সেই সাথে চাঁপাইনবাবগঞ্জের আম গবেষণা ইনস্টিটিউটে  বারি-৪ (হাইব্রিড) এবং বারি আম-১১ (বারোমাসী) এর  উৎপাদনশীলতা প্রদর্শন শীর্ষক কৃষক সমাবেশ  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধান গবেষণা ইনস্টিটিউটের ডিজি ড. শাহজাহান কবীর। অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাশ, বিএডিসির চেয়ারম্যান ড. অমিতাভ সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো: আসাদুল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক ডিজি হামিদুর রহমান, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মো: বখতিয়ার, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো: মঞ্জুরুল হাফিজ প্রমুখ বক্তব্য রাখেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর