বোর্ডিং থেকে পতিতা-খদ্দেরসহ আটক ৭

সময়: 3:21 pm - March 4, 2020 | | পঠিত হয়েছে: 426 বার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান মৌবন আবাসিক বোর্ডিংয়ে অভিযান চালিয়ে পতিতা ও খদ্দেরসহ সাতজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ৮টায় শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

 

এ সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় বগুড়া জেলার গাবতলী থানার চক কাগইল গ্রামের তাজমল প্রাংয়ের ছেলে মো. তাজুল ইসলাম, এইক গ্রামের ফজলু প্রাংয়ের ছেলে মো. শাহ জাহান আলী, শাহবাজপুর লাটিয়াখোন গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সাকিল আহম্মেদ ওরফে বকতিয়ার, নন্দীগ্রাম থানার ছোট ডেরাহার গ্রামের হান্নান মিয়ার মেয়ে মোছা. সানজিতা ইয়াসমিন, পটুয়াখালী জেলার সদর থানার কাটাখালী গ্রামের সামছুল হক দারাজের মেয়ে মোছা. শিমা বেগম, বাঘেরহাট জেলার চিতলমারী থানার পরানপুর গ্রামের মোশারফের মেয়ে নিলুফা ইয়াছমিন রিয়া, সিলেট জেলার বিশ্বনাথ থানার পুরান সৈয়দপুর গ্রামের সুমন আহমেদের মেয়ে মোছা. আনিছা আক্তার মীমকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

 

ইউএনও ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মঙ্গলবার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আটক প্রত্যেককে সাত দিনের সাজা দেয়া হয়।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর