চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণে জনসচেতনতা শীর্ষক কর্মশালা

সময়: 7:35 pm - March 3, 2020 | | পঠিত হয়েছে: 229 বার

জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ এই শ্লোগানকে সামনে রেখে

চাঁপাইনবাবগঞ্জে ‘নিরাপদ আম উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণে জনসচেতনতা

শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

মুজিব বর্ষ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

 

 

 

কর্মশালায় জেলার আমচাষী, আম ফাউন্ডেশন নেতৃবৃন্দ,আম ব্যবসায়ী, আম

গবেষকবৃন্দ, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাগণ, বণিক ও খাদ্য ব্যবসায়ী সমিতির

প্রতিনিধি, জনপ্রতিনিধি, ভোক্তাসমাজ, সিভিল সোসাইটি, গণমাধ্যমকর্মী ও

এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

জেলা প্রশাসক এজেডএম নুরুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির

বক্তব্য রাখেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্র্তৃপক্ষের সদস্য মঞ্জুর

মোর্শেদ। এ সময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্র্তৃপক্ষের

উপ-সচিব আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল

চন্দ্র সরকার।

 

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে, মুজিব বর্ষে ভোক্তাদের কাছে নিরাপদ আম

পৌঁছে দিতে নিরাপদ আম উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের উপর জোর দেন। এ

সময় তিনি আমের উন্নয়নেও সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

 

 

 

পরে, উন্মুক্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক

উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীগণ, জেলা কৃষি সম্প্রাসরণ

অধিদপ্তরের উপ-পরিচালক আলহাজ্ব মঞ্জুরুল হুদা, পৌর মেয়র নজরুল ইসলামসহ আম

চাষী, বাগান মালিক ও বিভিন্ন আম সংগঠনের নেতৃবৃন্দ।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর