এক রাতে রামেক হাসপাতালে ১০ জনের মৃত্যু

সময়: 3:50 pm - May 24, 2021 | | পঠিত হয়েছে: 792 বার

এক রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ১০ জন মারা গেছেন। রোববার (২৩ মে) দিবাগত রাতের বিভিন্ন সময় হাসপাতালের আইসিইউ ও করোনা পর্যবেক্ষণ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। তাদের তিনজন করোনায় আক্রান্ত হয়ে এবং সাতজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

 

সোমবার (২৪ মে) দুপুরের দিকে হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত রাতে আইসিইউতেই মারা গেছেন চারজন। এ ছাড়া করোনা পর্যবেক্ষণ ওয়ার্ড ১৬ নম্বরে মারা গেছেন আরও তিনজন। দুইজনের মৃত্যু হয়েছে হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া ২৯ নম্বর ওয়ার্ডে আরেকজন মারা গেছেন।

 

তিনি আরও বলেন, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তাদের নমুনা নিয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে বাড়তি সতর্কতা হিসেবে মরদেহ দাফনে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

 

তিনি বলেন, সোমবার দুপুর পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিট ও আইসিউতে ১৬৮ জন ভর্তি আছেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর