রাজশাহী বিভাগে ৩৪ হাজার ছাড়াল শনাক্ত করোনা রোগী
রাজশাহী বিভাগে নতুন ২১১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ২৪ ঘণ্টার হিসাবে চলতি মে মাসের মধ্যে এটাই সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। নতুন ২১১ জন নিয়ে বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। একই সময়ে বিভাগে মারা গেছেন করোনায় সংক্রমিত তিনজন। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
রাজশাহী বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ১২ এপ্রিল। এরপর গত বছরের ২৯ জুন শনাক্ত রোগীর সংখ্যা পাঁচ হাজার ছাড়ায়। এভাবে ২০ জুলাই ১০ হাজার, ৪ আগস্ট ১৫ হাজার, ৩০ সেপ্টেম্বর ২০ হাজার, চলতি বছরের ২০ জানুয়ারি ২৫ হাজার এবং ১৯ এপ্রিল বিভাগে ৩০ হাজার ছাড়ায় করোনা রোগী।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত বিভাগে করোনায় মারা যাওয়া তিনজন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগের আট জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫৩৩ জনে। সর্বোচ্চ ৩০৯ জনের মৃত্যু হয়েছে বগুড়া জেলায়। দ্বিতীয় সর্বোচ্চ ৮১ জন মারা গেছেন রাজশাহীতে। এ ছাড়া নওগাঁয় ৩৮, চাঁপাইনবাবগঞ্জে ২৮, নাটোরে ২১, জয়পুরহাটে ১১, সিরাজগঞ্জে ২৩ ও পাবনায় ২২ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় রাজশাহী বিভাগে ২১১ জন করোনা পজিটিভ হয়েছেন। চলতি মাসে এক দিনে শনাক্তের সংখ্যা বিবেচনায় এটাই সর্বোচ্চ। নতুন ২১১ জন নিয়ে বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৪ হাজার ৮২। এর আগে গত রোববারের প্রতিবেদনে বিভাগে ১৭৭ জনের শনাক্তের কথা বলা হয় । নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৮২ জনই চাঁপাইনবাবগঞ্জের। গত দেড় বছরে এক দিনে এত রোগী এ জেলায় শনাক্ত হননি। এ ছাড়া রাজশাহীতে ৫৪ জন, নওগাঁয় ২৪, নাটোরে ৫, জয়পুরহাটে ১২, বগুড়ায় ১২, সিরাজগঞ্জে ১৩, পাবনায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় বিভাগে করোনামুক্ত হয়েছেন ১১৭ জন। এ নিয়ে সুস্থ হওয়া ব্যক্তির মোট সংখ্যা ৩০ হাজার ৯৫১।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার বলেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত থাকতে সবাইকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
রাজশাহী বার্তা/admin