লকডাউনেও ঘরবিন্দ করা যায়নি চাঁপাইনবাবগঞ্জকে

সময়: 12:15 pm - May 29, 2021 | | পঠিত হয়েছে: 1076 বার

কঠোর লকডাউনে ঘরবন্দি করা যায়নি- চাঁপাইনবাবগঞ্জের মানুষদের। লকডাউন উপেক্ষা করে ঘর ছেড়েছেন হাজারও মানুষ। লকডাউন ঘোষণার পরে তিন-চার দিনে রাজশাহী-ঢাকা বাস স্ট্যান্ডে এসেছেন শত শত মানুষ। তারা চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন উপায়ে রাজশাহীতে এসেছেন বলে জানান তারা।

 

যদিও মানুষগুলো নিজের স্বার্থে অন্যদের বিপদে ফেলছেন নয় কি? চাঁপাইবাসীর লকডাউন উপেক্ষর মাশুল দিতে হবে আশে-পাশের জেলাগুলোকে। করোনা এখন অতিমারির পর্যায়ে, প্রতিবেশি দেশ ভারতকে দেখে শিক্ষা হওয়া উচিত। যদিও চাঁপাই ও রাজশাহীতে দিন দিন করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বাড়ছে। চাঁপাইবাসীদের ঘরবন্দি না করা গেলে লকডাউন কোন কাজে আসবে না বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

জানা গেছে- শনিবার (২৯ মে) চাঁপাইনবাবগঞ্জে ৭ জনের শরীরে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হলেও তারা সবাই সুস্থ আছেন। ভারতীয় ধরন শনাক্ত হলেও করোনাক্রান্ত ওই সাতজনের কেউই সম্প্রতি ভারত ভ্রমণ করেননি বলে জানা গেছে। তাহলে ভারত সফর না করেই ওই দেশের ধরনে শনাক্ত হয়েছেন। তাহলে স্বাস্থ্যবিধি মানা কতটা জরুরী হয়েছে পড়েছে। তবে লকডাউনে কোন ভ্রুক্ষেপ নেই তাদের।

 

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জে যে ৭ জনের শরীরে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে তারমধ্যে পাঁচজন পুরুষ ও  দুইজন নারী। পুরুষ পাঁচজনের মধ্যে সবচেয়ে কনিষ্ঠজনের বয়স ১৩ বছর। একজনের বয়স ৩০ বছর, আরেক জনের বয়স ২১ বছর। বাকি দুজন হলো ৫২ বছর বয়সী এবং ২৭ বছর বয়সী। নারী দুইজনের মধ্যে একজনের বয়স ২৭ বছর, আরেকজনের ৩১ বছর।

 

রাজশাহী-ঢাকা বাস স্ট্যান্ডে চাঁপাইনবাবগঞ্জ থেকে এক ব্যক্তি জানান- ‘হারা চুরি-বাটপারি করে আইনু। কি করবো কহেন? হারগে তো খ্যাতে হবে। কাজের ল্যাগি আইনু। হারা তো রাজশাহীতে থ্যাকবো না, বাসের জন্যে রহে আছি।’

 

অন্যরা জানান- চাঁপাইনবাবগঞ্জ থেকে গোদাগাড়ী প্রায় ২০ কিলো। এই পথ হেঁটে এসেছি। সকালে পুলিশ ডিউটিতে আসার আগেই আমরা বাড়ি থেকে বের হয়। সড়কে পুলিশের চেক পোস্ট থাকায় মাঠ মাঠ (বিল বিল) হয়ে এসেছি। গোদাগাড়ীতে আসার পরে অটোরিক্সায় রাজশাহীতে এসেছি। ঈদের পরে আমরা কাজ করতে পারিনি। আর এলাকায় কাজও নেই। তাই ঢাকায় যাচ্ছি। সেখানে রাজমিস্ত্রিসহ বিভিন্ন ধরনের কাজ করি আমরা।

 

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান- শুক্রবার দুইজন মিলে চাঁপাইনবাবগঞ্জ সিমান্ত দিয়ে মোট ৮২ জন দেশে প্রবেশ করেছে। এর মধ্যে দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়ার শনাক্তের হারে ৫৯ শতাংশ। যারা ভারত থেকে দেশে এসেছেন তাদের কোয়ারেন্টি নিশ্চিত করা হয়েছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর