রাজশাহীজুড়ে ৩৭ হাজার ছাড়াল করোনার সংক্রমণ
রাজশাহী বিভাগে প্রাণঘাতী করোনা সংক্রমণ ছাড়াল ৩৭ হাজার। গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় আরও ৩৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা সংক্রমণ দাঁড়াল ৩৭ হাজার ৩৪ জনে।
২৪ ঘণ্টায় রাজশাহীতে দুজন, নওগাঁ ও বগুড়ায় একজন করে বিভাগে মহামারিতে প্রাণ হারিয়েছেন মোট চারজন। এ নিয়ে করোনায় বিভাগে মৃত্যু দাঁড়াল ৮১ জনে।
এ পর্যন্ত বিভাগে করোনাজয় করেছেন ৩১ হাজার ৭৭৫ জন। এর মধ্যে গত একদিন করোনাজয় করেছেন ৭৯ জন। বিভাগের আট জেলায় হাসপাতালে চিকিৎসাধীন ৩ হাজার ৯৭৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ জন।
শুক্রবার (৪ জুন) দুপুরের দিকে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় চারজনের মৃত্যু হয়েছে। একই দিনই করোনা ধরা পড়েছে ৩৭২ জনের। এর মধ্যে সর্বোচ্চ ১১৮ জনের করোনা ধরা পড়েছে রাজশাহীতে।
চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্ত হয়েছে ১০৯ জনের। এছাড়া নাটোরে ৩৭, জয়পুরহাটে ৩, নওগাঁয় ২৪, পাবনায় ১৯, বগুড়ায় ১৫ এবং সিরাজগঞ্জে ১৪ জনের করোনা ধরা পড়েছে।
বিভাগীয় স্বাস্থ্য দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিভাগের আট জেলায় যে ৫৮১ জনের প্রাণহানি ঘটেছে তার সর্বোচ্চ ৩১৭ জন প্রাণ হারিয়েছেন বগুড়ায়।
এছাড়া রাজশাহীতে ৯০, চাঁপাইনবাবগঞ্জে ৪৫, নওগাঁয় ৪৪, নাটোরে ২৭, সিরাজগঞ্জে ২৪, পাবনায় ২২ এবং জয়পুরহাটে ১২ জন প্রাণ হারিয়েছেন করোনায়।
রাজশাহী বার্তা/admin