আরএমপির দুই থানার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

সময়: 9:09 pm - June 10, 2021 | | পঠিত হয়েছে: 245 বার

জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২১ উপলক্ষে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। কাশিয়াডাঙ্গা ও দামকুড়া থানার উদ্যোগে এ দিন বৃক্ষরোপণ করা হয়। আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক বৃক্ষরোপণ করেন।

বৃহস্পতিবার সকালে তিনি প্রধান অতিথি হিসেবে প্রথমে কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা মোড় সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের মাঠে এবং পরে দামকুড়া থানার বিন্দারামপুর ও মধুপুর এলাকার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন করেন। এ সময় পুলিশ কমিশনার পরিবেশ রক্ষায় সবাইকে বৃক্ষরোপণ এবং গাছের যত্ন নেয়ার আহ্বান জানান।

বৃক্ষরোপণের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান, উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) মনিরুল ইসলাম, রাজশাহী মহানগর যুবলীগের নেতা নাহিদ আক্তার নাহান প্রমুখ।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর