রাজশাহীজুড়ে করোনা আক্রান্ত ৪০ হাজার ছাড়াল

সময়: 9:56 pm - June 10, 2021 | | পঠিত হয়েছে: 327 বার

রাজশাহী বিভাগজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮১৫ জনের দেহে করোনা ধরা পড়েছে। এনিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪০ হাজার ৫৬০ জন। গত একদিনে করোনায় মারা গেছেন আরও সাতজন। এনিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা ৬২৩ জনে দাঁড়াল।

এদিকে করোনার হটস্পট এখন রাজশাহী। গত একদিনে বিভাগে সর্বোচ্চ ৩৫৩ জনের করোনা ধরা পড়েছে রাজশাহীতে। এদিন চাঁপাইনবাবগঞ্জে করোনা ধরা পড়েছে ১৫৮ জনের।

এর আগে গত ৯ জুন ৩৫ জন, ৮ জুন ২৯৯, ৭ জুন ২৭০, ৬ জুন ২২২, ৫ জুন ২৮৮, ৪ জুন ৩৭২, ৩ জুন ৩৭৮, ২ জুন ৪২৭, ১ জুন ৩৮২ এবং ৩১ মে ৩০০ জনের করোনা ধরা পড়েছে রাজশাহীতেই।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের দৈনিক করোনা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

রাজশাহী বিভাগে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ১২ এপ্রিল। গত বছরের ২৯ জুন বিভাগে করোনা সংক্রমণ ৫ হাজারে দাঁড়ায়। সংক্রমণ বাড়তে থাকায় গত বছরের ২০ জুলাই পৌঁছে যায় ১০ হাজারে। সংক্রমণের মাত্রা তীব্র হওয়ায় প্রায় দুই মাসের ব্যবধানে ৩০ সেপ্টেম্বর সংক্রমণ দ্বিগুণ অর্থাৎ ২০ হাজারে পৌঁছায়।

এরপর কিছুটা কমে সংক্রমণের মাত্রা। এই বছরের ২০ জানুয়ারি সংক্রমণ পৌঁছায় ২৫ হাজারে। এছাড়া ১৯ এপ্রিল ৩০ হাজার এবং ৩০ মে ৩৫ হাজার অতিক্রম করে। ১০ জুন সংক্রমণ ছাড়িয়ে যায় ৪০ হাজার।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় রাজশাহী বিভাগে প্রাণ হারিয়েছেন সাতজন। এর মধ্যে তিনজনই রাজশাহী জেলার বাসিন্দা। এর বাইরে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর এবং জয়পুরহাটের একজন করে প্রাণ হারিয়েছেন করোনায়। এ পর্যন্ত বিভাগে করোনায় মৃত্যু হয়েছে ৬২৩ জনের।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার বলেন, রাজশাহী বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে ৮১৫ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩৫৩ জনের করোনা ধরা পড়েছে রাজশাহী জেলায়।

এছাড়াও চাঁপাইনবাবগঞ্জে ১৫৮ জন, জয়পুরহাটে ৯৬, নওগাঁয় ৯৪, নাটোরে ৬২, পাবনায় ২৭, বগুড়ায় ১৫ এবং সিরাজগঞ্জে ১০ জনের করোনা ধরা পড়েছে।

এ পর্যন্ত বিভাগে করোনা জয় করেছেন ৩২ হাজার ৭৭৫ জন। এর মধ্যে গত একদিন করোনা জয় করেছেন ১৩৩ জন। বিভাগের আট জেলায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ১৯৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ জন।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিভাগের আট জেলায় যে ৬২৩ জন করোনায় মারা গেছেন তার মধ্যে সর্বোচ্চ ৩২২ জন প্রাণ হারিয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৯৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ৬২, নওগাঁয় ৪৯, নাটোরে ৩১, সিরাজগঞ্জে ২৫, পাবনায় ২২ এবং জয়পুরহাটে ১৪ জন প্রাণ হারিয়েছেন করোনায়।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর