সিরাজগঞ্জের তাড়াশের ৫০ ছাত্রী পেল বাইসাইকেল
সময়: 8:16 pm - June 11, 2021 | | পঠিত হয়েছে: 185 বার
বিদ্যালয়ে যাতায়াতের জন্য সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ১৭টি বিদ্যালয়ের ৫০ জন ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১১ জুন) সকালে তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে বাইসাইকেল বিতরণ করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম।
বিতরণ অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান বলেন, নারী-পুরুষের সমতা আনতেই আমি এই উদ্যোগটি হাতে নিয়েছি। ছেলেরা সাইকেল চালাবে সেই সঙ্গে মেয়েরাও সাইকেল চালাবে। মেয়েরা সাইকেল চালিয়ে লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াবে। বাল্যবিবাহকে না বলবে। দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি মেয়েদের সমান অংশ নেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের উন্নত বাংলাদেশ গড়ে উঠবে।
এ সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- তাড়াশ উপজেলা পরিষদের চেয়াম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, প্রভাষক মর্জিনা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ওবায়দুল্লাহ, সিরাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে আশিক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন।
রাজশাহী বার্তা/admin