নওগাঁয় ১০৭ জনের করোনা শনাক্ত, হার ২৬.৪১ শতাংশ

সময়: 8:15 pm - June 14, 2021 | | পঠিত হয়েছে: 92 বার

নওগাঁয় ২৪ ঘণ্টায় ৪০৫টি নমুনা পরীক্ষায় ১০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ৪১ শতাংশ। রোববার (১৩ জুন) দুপুর থেকে সোমবার (১৪ জুন) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টার এ ফলাফল নিশ্চিত করে নওগাঁ সিভিল সার্জন কার্যালয়।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির নাম আয়েজ উদ্দিন আহমেদ (৭৮)। তিনি মহাদেবপুর উপজেলার ভালাইন ইউনিয়নের উত্তরগ্রামের বাসিন্দা।

রোববার (১৩ জুন) দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৫২ জনের মৃত্যু হলো। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে জেলায় দুজনের মৃত্যু হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল (রোববার) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব ও বগুড়ার টিএমএসএস হাসপাতাল আরটিপিসিআর ল্যাব

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নওগাঁ সদর হাসপাতালসহ জেলার ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২৩৭ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এই ২৪ ঘণ্টায় ৪০৫টি নমুনা পরীক্ষায় মোট ১০৭ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ১৮ জন, রাণীনগরে ৬ জন, আত্রাইয়ে ৮ জন, মহাদেবপুরে ১৫ জন, মান্দায় ২৩ জন, বদলগাছীতে ১ জন, পত্নীতলায় ৮ জন, ধামইরহাটে ৮ জন, নিয়ামতপুরে ১২ জন, সাপাহারে ১ জন ও পোরশা উপজেলায় ৭ জন শনাক্ত হয়েছে।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-এ মোর্শেদ বলেন, এক সপ্তাহ ধরে জেলায় করোনার সংক্রমণ পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এই সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে দেখা গেছে, সংক্রমণের হার ২০ থেকে ২৫ শতাংশের মধ্যে রয়েছে। তবে প্রতিদিন যে পরিমাণ নমুনা সংগ্রহ হচ্ছে, তার চেয়ে আরও বেশি নমুনা সংগ্রহ করতে পারলে সংক্রমণ পরিস্থিতি আরও ভালোভাবে বোঝা যেত।

নমুনা দিতে মানুষের অনাগ্রহের পাশাপাশি জেলায় আরটি-পিসিআর ল্যাব না থাকা এবং স্বাস্থ্যবিভাগের জনবল সংকটের কারনে নমুনা সংগ্রহের পরিমাণ বাড়ানো সম্ভব হচ্ছে না। প্রতিদিন ৩০০ থেকে ৩৫০টি নমুনা সংগ্রহ হচ্ছে। এই সংখ্যা অন্তত ৬০০ থেকে ৭০০ হলে ভালো হতো।

এ পর্যন্ত ১৮ হাজার ৯২৮ জনের নমুনা পরীক্ষা করে ২ হাজার ৯১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় ৫২ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর হার ১ দশমিক ৭৫ শতাংশ।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর