বগুড়ায় করোনায় আরও পাঁচজনের মৃত্যু, আক্রান্ত ৮৪ জন
বগুড়ায় করোনাভাইরাস আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ জেলায় করোনায় দুই নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন, ৮৪ জন এবং সুস্থ হয়েছেন, ২৯ জন। এ নিয়ে গত এক সপ্তাহে ১৮ জনের মৃত্যু হলো।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) এবং টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ২১৯ জনের শরীর থেকে নেওয়া নমুনা পরীক্ষা করা হয়। এ সময় ৮৪ জনের করোনা পজিটিভ হয়েছে।
আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৮০ জন, আদমদীঘিতে দুজন, শিবগঞ্জ ও সোনাতলায় একজন করে। মারা গেছেন, দুই নারীসহ পাঁচজন।
গত এক সপ্তাহে ১৮ জনসহ জেলায় মোট মৃতের সংখ্যা ৩৫০ জন। মৃতদের মধ্যে তিনজন নওগাঁর, জয়পুরহাটের একজন ও বগুড়া সদরের একজন। মোট আক্রান্ত হয়েছেন, ১২ হাজার ৯৫৬ জন। সুস্থ হয়েছেন, ১২ হাজার ২১১ জন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন, ৩৯৫ জন।
রাজশাহী বার্তা/admin