জয়পুরহাটে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে পুলিশ

সময়: 8:34 pm - July 1, 2021 | | পঠিত হয়েছে: 208 বার
করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে বৃহস্পতিবার থেকে সারা দেশের মত জয়পুরহাটে শরু হয়েছে ৭ দিনের সর্বাত্মক কঠোর লকডাউন। সকাল থেকেই লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে পুলিশ-প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা।
লকডাউন মানাতে জয়পুরহাট শহরের কয়েকটি পয়েন্টে চেক পোষ্ট বসিয়েছে পুলিশ। শহরে ঢুকতে গেলেই পড়তে হচ্ছে পুলিশি জিজ্ঞাসার মুখে। অতিপ্রয়োজন ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছেনা শহরে। পুলিশের পাশাপাশি তৎপর রয়েছে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পুলিশ-প্রশাসনের পাশাপাশি মাঠে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনীও।
জেলায় জরুরী সেবা ছাড়া সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ওষুধ, কাঁচাবাজার ও খাবারের দোকান ছাড়া বন্ধ রয়েছে সকল মার্কেট-দোকানপাট ।
জেলা সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী জানান, সর্বশেষ ২৪ ঘন্টায় এ জেলায় ২০৫ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। জেলায় মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ২৯ জনে।
রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর