চাটমোহরে কীটনাশক পানে বাকপ্রতিবন্ধী নারীর আত্মহত্যা

সময়: 10:33 pm - July 1, 2021 | | পঠিত হয়েছে: 138 বার

পাবনার চাটমোহরে পারিবারিক কলহের জের ধরে ময়না খাতুন (৩০) নামে এক বাকপ্রতিবন্ধী নারী কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের মোস্তালিপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মনির হোসেনের স্ত্রী। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

স্বজনরা জানান, সকালে পরিবারিক বিষয় নিয়ে ময়না খাতুন ও তার স্বামী মনির হেসেনের মধ্যে মনমালিন্যে হয়। এরপর মনির হোসেন বাড়ির বাইরে চলে গেলে স্বামীর ওপর অভিমান করে কলার গাছে দেওয়ার জন্য ঘরে রাখা কীটনাশক পান করেন ময়না খাতুন।

পরে স্বজনরা তার কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে গিয়ে ময়না খাতুনের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীনসহ অন্য পুলিশ সদস্যরা। পরে লাশের সুরতহাল শেষে ময়নাতন্তের জন্য ময়না খাতুনের লাশ মর্গে পাঠানো হয়।

চাটমোহর থানার ওসি আনোয়ার হোসেন জানান, কীটনাশক পান করে বাকপ্রতিবন্ধী ওই নারী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর