জয়পুরহাটের আক্কেলপুরে লকডাউনে ‘চোর-পুলিশ’ খেলছেন দোকানিরা
বাইরে থেকে দোকান বন্ধ থাকলেও ভেতরে ক্রেতা সমাগম। শাটার অর্ধেক খোলা রেখে দোকান চলে,পুলিশ, প্রশাসনের উপস্থিতি টের পেলেই টপাটপ শাটার বন্ধ করে দেয়া হচ্ছে। যখন আবার প্রশাসনের লোকজন চলে যাচ্ছে তখন আবার দোকান খুলে জিনিসপত্র বিক্রি করছেন দোকানীরা। লকডাউনের ৬ষ্ট দিনে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিভিন্ন বাজারে ব্যবসায়ীদের এমনই নানা কৌশলে দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনা করতে দেখা গেছে।
আজ মঙ্গলবার সকাল থেকে উপজেলা সদর, তিলকপুর,জামালগঞ্জ,গোপিনাথপুর ও রায়কালী বাজারের অধিকাংশ দোকানে এমন দৃশ্য দেখা গেছে। এতে করে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন এলাকার সুশীল সমাজের লোকজন।
স্থানীয় সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, আক্কেলপুরে প্রতিদিন যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে এখনই সচেতন না হলে, ভয়াবহ পরিস্থিতি হতে পারে। সবাইকে এখনই সচেতন হতে হবে।
রায়কালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান বলেন, চলমান লকডাউন সফল করতে আমরা কাজ করছি। করোনা সংক্রমণ রোধ করতে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের সরকারি বিধিনিষেধ মেনে সর্বোচ্চ সচেতন থাকার জন্য ইউনিয়ন পরিষদ ও আক্কেলপুর থানা যৌথভাবে কাজ করে যাচ্ছি।
আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম হাবিবুল হাসান বলেন, আমরা দিন রাত কাজ করে যাচ্ছি। করোনা বেড়ে যাচ্ছে, আমাদের ভবিষ্যতের জন্য আমাদের সচেতন হতে হবে। উপজেলা প্রশাসনের অভিযান সব সময় চলমান আছে।
রাজশাহী বার্তা/admin