সিরাজগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের ২সদস্য আটক
সিরাজগঞ্জে মোটর সাইকেলসহ চোরাচালান চক্রের ২ সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (৮ জুলাই) জেলার তারাশ থানাধীন মাগুড়া থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, নাটোর জেলার গুরুদাসপুর থানার চাঁচকোর গারিশাপাড়া এলাকার মন্তাজ সোনার ছেলে মো. সোহেল রানা (২৭) ও চাঁচকোর খলিপাড়া গ্রামের মৃত শাহাদত হোসেন সরকারের ছেলে রাকিবুল হাসান রকি প্রামানিক (২৪)।
র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মি. জন রানা এতথ্য নিশ্চিত করে জানান, গত ২ জুন নাটোরের বড়াইগ্রামের শফিকুল ইসলামের নিজ বাড়ি থেকে পালসার ডাবল ডিক্সের ১৫০ সিসি মোটরসাইকেল হারিয়ে যায়। এ ঘটনায় ৬ জুন হারানোর বর্ণনা দিয়ে থানায় একটি মামলা দায়ের করেন তিনি।
পরবর্তীতে শফিকুল ইসলাম র্যাব-১২ এর কাছে তার হারানো মোটরসাইকেলটি উদ্ধারের আবেদন করেন। র্যাব-১২ আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে বৃহস্পতিবার (৮ জুলাই) ভোর রাতে তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ দক্ষিণ গ্রামে অভিযান চালিয়ে চোরচালান দলের সক্রিয় সদস্য সোহেল রানা ও রাকিবুল হাসানকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে সিরাজগঞ্জ এবং বগুড়া জেলার বিভিন্ন এলাকায় মোটর সাইকেল চুরির সাথে তারা সম্পৃক্ত।
রাজশাহী বার্তা/admin