সোনামসজিদ বন্দরে ৫’শ শ্রমিকের মাঝে করোনা টিকা প্রয়োগ শুরু
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে শ্রমিকদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধক টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় ও পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পরিচালনায় বন্দরে ৫শ’ জন শ্রমিকের মাঝে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, করোনার চিকিৎসা থেকে প্রতিরোধ উত্তম। এরই অংশ হিসেবে বন্দরের শ্রমিকদের মাঝে টিকা প্রয়োগ শুরু হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে বন্দরে কর্মরত ৫ হাজার শ্রমিকসহ বন্দরের সংশ্লিষ্টকে টিকার প্রদানের আওতায় আনা হবে। যাতে করোনা প্রতিরোধ করা যায় এবং সোনামসজিদ স্থলবন্দর সচল রেখে করোনা প্রতিরোধে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান ও পানামা পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলামসহ বন্দর সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
রাজশাহী বার্তা/admin