সিরাজগঞ্জে পৃথক ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ ৪ জনের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গৃহবধূ, সলঙ্গায় কাভার্ডভ্যান চাপায় ব্যাংক কর্মকর্তা ও তাড়াশে বিদ্যুৎস্পৃষ্টে এক বৃদ্ধাসহ চারজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (২৮ জুলাই) সকাল থেকে রাত ৯টা পর্যন্ত জেলার উল্লাপাড়া, সলঙ্গা ও তাড়াশ উপজেলায় পৃথক স্থানে এ ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন- শাহজাদপুর উপজেলার পুকুরপাড়া গ্রামের তাইজুল হকের মেয়ে তানিয়া খাতুন (২৫), রংপুরের কাউনিয়া থানার নিগদারপা গ্রামের মৃত ইব্রাহিম শেখের ছেলে আবু জাওয়াদ, তিনি উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ধরইল বাজারে ব্র্যাক ব্যাংকের সিও-প্রগতি হিসেবে কর্মরত ছিলেন; তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ভাদাস গ্রামের মৃত আব্দুল জলিলের স্ত্রী শাহেরা বেগম (৬৫) ও একই উপজেলার বারুহাঁস ইউনিয়নের কাজিপুর গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে সিএনজিচালক রুহুল আমিন (৪০)।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বুধবার রাতে শ্যামলীপাড়ায় সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে তানিয়া (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
রাজশাহী বার্তা/admin