নির্ধারিত সময়ের আগেই নওগাঁর অভ্যন্তরীণ রুটে চলছে বাস

সময়: 6:49 pm - August 9, 2021 | | পঠিত হয়েছে: 167 বার

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী বুধবার (১১ আগস্ট) থেকে সড়কে পুনরায় চালু হবে গণপরিবহন। এ বিষয়ে প্রজ্ঞাপন জারির পর নওগাঁয় আন্তঃজেলাসহ দূরপাল্লার পরিবহন চলাচলে প্রস্তুতি নিতে শুরু করেছে শ্রমিকেরা।

সোমবার (০৯ আগস্ট) শহরের বালুডাঙ্গা বাস টার্মিনাল গিয়ে দেখা যায়, নিজ নিজ দায়িত্বে পরিবহন শ্রমিকরা তাদের গাড়িগুলো ঠিকঠাক করে নিচ্ছেন। করছেন ধোয়াসহ পরিষ্কারের কাজও।

কয়েকজন পরিবহন শ্রমিকদের সাথে কথা হলে তারা জানান, সরকারের টানা কঠোর বিধিনিষেধে আমরা বিপদে পড়েছি। না খেয়ে অনেক দিন পার করেছি। আমরা কাজ করলে টাকা পাই, আর সেই টাকা দিয়েই সংসার চালাই। তাই সংসার চালাতে সবাইকে হিমশিম খেতে হচ্ছে। এবার অনেকটা স্বস্তি আসবে।

তারা আরও বলেন, বিধিনিষেধ তুলে নেওয়ায় সরকারকে ধন্যবাদ। এতোদিন খুব কষ্ট করে চলতে হয়েছে। অনেক টাকা ঋণ করে ফেলেছি। গাড়ি চললে আর আমাদের তেমন কষ্ট হবে না।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর