সময়: 10:00 am - August 20, 2021 | | পঠিত হয়েছে: 79 বার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার নামো জগন্নাথপুরের ফুলদিয়ার ও দুবলিভান্ডার এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন-উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামো জগন্নাথপুরের ফুলদিয়ার এলাকার শিমুল (২৫), সামনুর বেগম (৬৫) ও দুবলিভান্ডার এলাকার আব্দুল মালেক (২৬)।

 

দুর্লভপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রাজিব রাজু জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নামো জগন্নাথপুরের ফুলদিয়ার নদীর ঘাট থেকে নৌকায় করে দাদনচক আসছিলেন শিমুল ও সামনুর বেগম। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় পল্লী বিদ্যুতের তারের উচ্চতা কমে গেছে। নৌকার করে আসার সময় বিদ্যুতের তারে সামনুর বেগমের মাথা আটকে যায়। এসময় পানিতে ছিটকে পড়েন শিমুল। এতে দুজনেরই মৃত্যু হয়।

অপরদিকে উপজেলার দুবলিভান্ডারে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে আব্দুল মালেকের। সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর