জাতীয় সংগীত অবমাননা করে টিকটক, আটক ৫

সময়: 7:04 pm - August 24, 2021 | | পঠিত হয়েছে: 142 বার

জাতীয় সংগীত অবমাননা করে টিকটক ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগে ৫জনকে আটক করেছে বগুড়া সদর থানা পুলিশ।

সোমবার (২৩ আগস্ট) সারারাত বগুড়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বাংলাদেশ পুলিশের মি‌ডিয়া এন্ড পাব‌লিক রি‌লেশন্স উইং‌ এর বরাত দিয়ে সদর থানা পুলিশ সূত্র জানায়, শহরের মালতিনগর প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে স্থাপিত শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সংগীত বিকৃত ও ব্যঙ্গ করে টিকটক ভিডিও তৈরি করে কিছু যুবক। ভিডিও পোস্টটি বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং এর নজরে আসলে বগুড়া সদর থানা পুলিশকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়। সদর থানা পুলিশ সোমবার দিবাগত রাতেই চারজনকে আটক করে৷

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর স্কুল খুললে জাতীয় সংগীত কেমন হবে এধরনের একটি টিকটক ভিডিও তৈরি করে আটককৃতরা। যার মাধ্যমে জাতীয় সংগীত অবমাননা করা হয়।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর