সবই ঠিকঠাক শুধু নিথর দেহ নববধূর

সময়: 12:49 pm - March 9, 2020 | | পঠিত হয়েছে: 1113 বার

যখন পদ্মা থেকে উদ্ধার করা হয় নববধূ সুইটি খাতুন পুর্ণিকে তখন সবই ঠিকঠাক। হাতে মেহেদি, গায়ে গহনা, পরনে লাল বেনারসি। শুধু দেহটায় নিথর। সোমবার সকাল ৭ টার দিকে পবা উপজেলার শ্যামপুর ঘাট থেকে নববধূর পুর্ণির লাশ উদ্ধার করে জেলেরা।

রাজশাহীর পদ্মা নদীতে বউভাতের অনুষ্ঠানের নৌকাডুবির ঘটনায় এনিয়ে উদ্ধার হলো নিখোঁজ ৯ জনের লাশ। আর কেউ নিখোঁজ না থাকায় উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়। টানা চারদিন চলে এই উদ্ধার অভিযান। এতে অংশ নেয় দমকল, বিজিবি, নৌ-পুলিশ ও বিআইডাব্লুটিএ ডুবুরি দল।

অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তদন্ত কমিটির আহবায়ক এবং উদ্ধার অভিযানের সমন্বয়ক আবু আসলাম বলেন, সাঁতার জানা সুইটি ভারী কাপড়-চোপড় পরিধান করে থাকায় তলিয়ে যায় পানিতে। ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার দুরে শ্যামপুর ঘাটে সুইটির লাশ ভেসে উঠেছে। লাশটি প্রথমে জেলেরা উদ্ধার করে দমকল কর্মীদের খবর দেয়। পরে তারা গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে এসে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার অভিযানও সমাপ্ত করা হয়।

শুক্রবার সন্ধ্যায় বউভাতের আনুষ্ঠানিকতা শেষে পদ্মার চরের খানপুর এলাকা থেকে দুইটি নৌকায় করে পবা উপজেলার ডাইঙ্গেরহাটের উদ্দেশে রওনা দেয় যাত্রীরা। চরখিদিরপুর ও শ্রীরামপুর এলাকার মাঝ পদ্মায় দুইটি নৌকা ডুবে যায়। এর পর যৌথভাবে উদ্ধার অভিযান চালায় দমকল, বিজিবি, নৌ-পুলিশ ও বিআইডাব্লুটিএ ডুবুরি দল। উদ্ধার করা হয় ৯ জনের লাশ। সর্বশেষ উদ্ধার হয় নববধূ সুইটি খাতুন পুর্ণির লাশ। এর পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন কর্তৃপক্ষ। নিহতের পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান দেন জেলা প্রশাসন।

এ ঘটনায় নিহতরা হলেন, কনে সুইটি খাতুন পুর্ণি, তার বড় বোন শাহীনুর বেগমের স্বামী রতন আলী (৩০), তাঁদের মেয়ে মরিয়ম খাতুন (৫), চাচা শামীম হোসেন (৩৫), চাচি মিনা খাতুন (৩০), চাচাতো বোন রশ্নি (৭), খালাতো ভাই এখলাস আলী (২২), কনের ফুপাতো বোন রুরাইয়া খাতুন স্বর্ণা (১২) ও খালা আঁখি খাতুন (২৫)।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর