জয়পুরহাটে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তির কারাদণ্ড
জয়পুরহাটে প্রথম শ্রেণির দুই শিশু শিক্ষার্থীর ধর্ষণের দায়েরকৃত মামলায় আবু সালাম নামে এক ব্যক্তিকে ৬০ বছরের করাদণ্ডাদেশ দিয়েছে আদালত। এসময় ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেছে আদালত। মঙ্গলবার দুপুরে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক রুস্তম আলী এই রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত আবু সালাম পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামের মৃত বাচ্চা মোল্লার ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, গত ২০১৭ সালের ৭ জুলাই পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামের বাবলু মিয়া এবং রহুল আমিনের প্রথম শ্রেণির দুই শিশু কন্যাকে সকাল ১০ টায় প্রতিবেশী আবু সালাম দুই শিশুকে ফুসলিয়ে তার নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সেখানে বেলা ১১টা ৫মিনিটে দুই শিশু চিৎকার ও কান্নকাটি শুরু করে। এ সময় উপস্থিত এলাকাবাসীর সন্দেহ হলে তারা এগিয়ে গেলে আবু সালাম দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
এ বিষয়ে শিশু দুটির বাবা বাদী হয়ে পাঁচবিবি থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
জয়পুরহাট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ কৌঁসুলি ফিরোজা চৌধুরী (পিপি) বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি বলেন, মামলার পর আদালতে দীর্ঘদিন শুনানি শেষে বিচারক এই রায় প্রদান করেন।