বাগমারায় অগ্নিকাণ্ডে কৃষকের বাড়ি ভষ্মিভূত
রাজশাহীর বাগমারায় আগুনে খাইরুল ইসলাম নামে এক কৃষকের বাড়ি পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। গত রোববার রাতে উপজেলার গনিপুর ইউনিয়নের মাধাইমুড়ি গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আজ সোমবার সকালে খাইরুল ইসলামের বাড়ি পরিদর্শন করেন ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু।
তিনি প্রাথমিক ভাবে ব্যক্তিগত ভাবে আর্থিক সহায়তা করেন। সেই সঙ্গে প্রশাসনের কাছেও ক্ষতিগ্রস্ত ব্যক্তির পক্ষে লিখিত আবেদন করেন তিনি।
জানা গেছে, গত রোববার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে কৃষক খাইরুল ইসলামের বাড়িতে আগুন লাগে। কিছু বুঝে উঠার আগে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে খাইরুল ইসলামের সমস্ত বাড়ি-ঘর আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি।
প্রতিবেশীরা টের পেয়ে বালতি, শ্যালো মেশিনসহ বিভিন্ন উপায়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীর ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে বাড়ির টিন, কাঠ, আসবাবপত্র, ধান, কাপড়, সহ বিভিন্ন মালামাল পুড়ে ভষ্মিভূত হয়।
খাইরুল ইসলাম জানান, কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। রাতে ঘুমিয়ে থাকার কারনে সহজে বুঝতে পারা যায়নি। আগুনে পুড়ে আমার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে বাগমারার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার ইব্রাহীম হোসেন জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে দ্রত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তবে ঘটনাস্থলে পৌঁছার আগে বাড়ির যাবতীয় মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।
রাজশাহী বার্তা/admin