বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কৃষকের
সাংসারিক প্রয়োজনীয় কাজে বাঁশবাগানে যান কৃষক কফিল উদ্দিন। এ সময় বাগানের একটি বাঁশ স্পর্শ করতেই আচমকা বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের স্যানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কফিল উদ্দিন ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে।
এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মামুন জাগো নিউজকে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই কফিল উদ্দিন মারা যান। সম্ভবত বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।
এদিকে এ ঘটনায় স্থানীয় পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বহীনতার কারণেই কৃষক কফিল উদ্দিনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
তাদের অভিযোগ, কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই মোটা অঙ্কের টাকা নিয়ে বাসা-বাড়ি ও বাঁশবাগানের ওপর দিয়ে এগারো হাজার কেবি ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইন টানানো হয়েছে। একই সঙ্গে পোতা হয়েছে বিদ্যুতের খুঁটি। এমনকি এসব বিদ্যুৎ সঞ্চালন লাইনে খোলা তার ব্যবহার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এসব লাইনেই বিদ্যুৎ সরবরাহ করা হয়। বিষয়টি তাদের একাধিকবার জানানো হলেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। তাই এ ধরনের ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন তারা।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাচ্চু বিশ্বাস বলেন, ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। কিন্তু কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী বার্তা/admin