শব্দদূষণ নিয়ন্ত্রণে জয়পুরহাটে পরিবহন চালকদের নিয়ে কর্মশালা
সড়ক ও মহাসড়কে শব্দ দূষণ নিয়ন্ত্রণে জয়পুরহাটে পরিবহন চালক ও শ্রমিকদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের আওতায় জয়পুরহাট জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন পরিবহনের শতাধিক চালক ও শ্রমিক অংশগ্রহণ করেন।
আয়োজিত কর্মশালায় প্রশিক্ষণ নিতে আসা পরিবহন শ্রমিক আব্দুল আজিজ বলেন, গাড়ি চালাতে চালাতে হর্ন বাজানো অভ্যাসে পরিণত হয়ে গেছে। হর্ন বাজানোর কারণে অতিরিক্ত শব্দ দূষণে এত ক্ষতি হয় তা আগে বুঝতে পারিনি। প্রশিক্ষণ থেকে পাওয়া তথ্য পেশাগত জীবনে কাজে লাগানোর চেষ্টা করবো।
আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরিফুল ইসলাম ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং পরিবহন শ্রমিকেরা।
অনুষ্ঠানে পরিবহন শ্রমিকদের শব্দ দূষণের বিষয়ে সচেতন, কিভাবে শব্দ দূষণ নিয়ন্ত্রণ ও শব্দ দূষণের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়।