রাজশাহীতে ফেসবুকে অস্ত্র দিয়ে হত্যার হুমকির ঘটনায় গ্রেফতার ১

সময়: 4:30 pm - November 20, 2021 | | পঠিত হয়েছে: 304 বার

রাজশাহী মহানগরীতে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও অস্ত্র ও ধারালো চাকু দিয়ে হত্যার হুমকিদাতা সোহাগকে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় আটক করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেফতারকৃত হলো মোঃ সোহাগ রেজা (৩২)। সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার হড়গ্রাম কোর্ট বাজার এলাকার মোঃ ফারুকের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত শুক্রবার ১৩ নভেম্বর ২০২১ দিবাগত রাত সাড়ে তিন টায় সোহাগ রেজা নামের একটি ফেসবুকের মাধ্যমে অস্ত্র প্রদর্শনসহ কয়েকজনের নাম উল্লেখ করে তাদের হত্যার হুমকি প্রদান করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে ১নং ওয়ার্ড কাউন্সিলর এবং প্যানেল মেয়র-২ রজব আলীর ছোট ভাই নাহিদ আক্তার নাহান এর লিখিত অভিযোগের প্রেক্ষিতে গত ১৫ নভেম্বর ২০২১ কাশিয়াডাঙ্গা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়।

মামলা রুজ হওয়া পরপরই আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ সহ আরএমপি’ সাইবার ক্রাইম ইউনিট আসামীদের অবস্থান সনাক্ত করে গ্রেফতারে অভিযান শুরু করে।

 

পরবর্তীতে গতকাল ১৯ নভেম্বর ২০২১ বিকেল ৫ টায় আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় তথ্য প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে কাশিয়াডাঙ্গা থানার এসআই মোঃ তাজউদ্দিন আহম্মেদ ও তার টিম এবং সাইবার ক্রাইম ইউনিটের এএসআই মোঃ সাইফুল ইসলামের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ সোহাগ রেজাকে গ্রেফতার করেন।

পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর