নাটোরে বিএনপি-পুলিশ সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ২০

সময়: 6:35 pm - November 22, 2021 | | পঠিত হয়েছে: 281 বার

বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে নাটোরে বিক্ষোভ সমাবেশে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় সদর থানার ওসি, সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। সোমবার (২২ নভেম্বর) সকাল ১০টায় শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশের এক পর্যায়ে সড়কের এক পাশ বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। তর্ক-বিতর্কের এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করে। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ ও ফাঁকা গুলি বর্ষণ করে।

পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, রাস্তার ওপর বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ করতে নিষেধ করা হয়। এ সময় তারা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে সদর থানার ওসি মুনসুর রহমানসহ কয়েকজন আহত হন। পরে পুলিশ লাঠিপেটা, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর