রাজশাহী রেলওয়ে স্টেশনে যাত্রী পেটানোর ঘটনায় দুই পক্ষের জবানবন্দী গ্রহণ

সময়: 5:54 pm - January 12, 2022 | | পঠিত হয়েছে: 239 বার
rajshahi

রাজশাহী রেলওয়ে স্টেশনের টিকিট সংগ্রহকারী (টিসি) কার্যালয়ে যাত্রীকে পেটানোর ঘটনায় দুই পক্ষের জবানবন্দী গ্রহণ করেছে তদন্ত কমিটি। তদন্তের অংশ হিসেবে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত তদন্ত কমিটির প্রধান পশ্চিমাঞ্চল রেলওয়ের ডেপুটি চিফ কমার্সিয়াল ম্যানেজার গৌতম কুমার কুণ্ডু তাঁর দপ্তরে আলাদা আলাদাভাবে প্রত্যেকের বক্তব্য শোনেন।

প্রথমেই ভুক্তভোগী যাত্রী মো. রুবেলের (২৪) বক্তব্য গ্রহণ করা হয়। এরপর একে একে অভিযুক্ত টিসি মেহেদী হাসান রাসেল, তাঁর স্ত্রী ও টিসি রেহেনাজ পারভীনের বক্তব্য গ্রহণ করা হয়। পরে ঘটনার সাক্ষী হিসেবে স্টেশন ব্যবস্থাপক আবদুল করিম, ট্রেন পরিচালক (গার্ড) রুবাইয়ৎ-ই-হাসান, টিসি আবু সাদাত ইমরান, কলবয় আবু জাহিদ রকি এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সিপাহী সুমন রেজা, শাওন হোসেন, রনি মৈত্র ও বেলাল হোসেনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সকাল ১০টার দিকেই তাঁরা সবাই পশ্চিম রেলের সদর দপ্তরে হাজির হন।

সাংবাদিকদের দেখে সাময়িক বরখাস্ত টিসি মেহেদী হাসান রাসেলের স্ত্রী রেহেনাজ পারভীন বলেন, এই ‘ঝামেলা’ থেকে মুক্ত হলেই তিনি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করবেন। ঘটনার বিষয়ে সাময়িক বরখাস্ত টিসি মেহেদী হাসান রাসেলের কাছে জানতে চাইলে তিনি বলেন, যা হওয়ার তা হয়েই গেছে। এখন আর এসব নিয়ে কোন কথা বলতে চান না।

গত ৪ জানুয়ারি রাজশাহী রেল স্টেশনে দায়িত্বরত টিসি রেহেনাজ পারভীন আনসার সদস্য রুবেলের কাছে টিকিট দেখতে চেয়েছিলেন। টিকিট দেখার পর টিকিটের নাম ও জাতীয় পরিচয়পত্রে দুই রকম নামের বানান থাকায় বাকবিতণ্ডায় জড়ান তাঁর স্বামী রাসেল। একপর্যায়ে তাঁকে টিসি অফিসে নিয়ে গিয়ে পেটানো হয়। ঘটনার ছড়িয়ে পড়া ফুটেজে রুবেলকে গালাগালি করতে শোনা গেছে। রুবেলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ হওয়ায় সে জেলা নিয়েও আপত্তিকর কথা বলতে শোনা গেছে রাসেলকে। ভিডিওটি ছড়িয়ে পড়লে রাসেলকে সাময়িক বরখাস্ত করা হয়। আর চাঁপাইনবাবগঞ্জ জেলা নিয়ে কটূক্তি করায় ক্ষুব্ধ হন সেই জেলার মানুষও। সংক্ষুব্ধ একজন আইনজীবী পশ্চিম রেলের মহাব্যবস্থাপককে (জিএম) আইনগত বিজ্ঞপ্তি পাঠিয়ে জানতে চেয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। সাতদিনের মধ্যে জবাব না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বুধবার রুবেলের সঙ্গে রাজশাহীস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সদস্যরাও পশ্চিম রেলের সদর দপ্তরে গিয়েছিলেন। তদন্ত কমিটিতে জবানবন্দী দেওয়ার পর ভুক্তভোগী রুবেল জানান, তাঁকে যেভাবে নির্যাতন করা হয়েছে তিনি তার বর্ণনা তদন্ত কমিটির কাছে দিয়েছেন। রুবেল বলেন, ‘আমাকে যে নির্যাতন করা হয়েছে তার ভিডিও ফুটেজ আছে। এটাও দেখিয়েছি। আমি আশা করছি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

পশ্চিম রেলের জিএম অসীম কুমার তালুকদার জানান, সাতদিনের মধ্যে তদন্ত কমিটিতে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তিনি এখনও প্রতিবেদন পাননি। দুইপক্ষের বক্তব্য গ্রহণ হয়ে যাওয়ায় দ্রুতই হয়ত প্রতিবেদন পাবেন। এরপর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর