রামেকের করোনা ইউনিটে আরও ৩ জনের মৃত্যু

সময়: 3:16 pm - March 30, 2022 | | পঠিত হয়েছে: 186 বার

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও তিনজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ৯টা থেকে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে তারা মারা যান।

এদের মধ্যে করোনায় রাজশাহীর একজন এবং উপসর্গ নিয়ে রাজশাহী ও নওগাঁর একজন করে মারা গেছেন। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। এছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে।

গত এক দিনে হাসপাতালের আইসিইউতে মারা গেছেন একজন। এছাড়া দুজন মারা গেছেন ৩০ নম্বর ওয়ার্ডে। এদের মধ্যে দুইজন ষাটোর্ধ্ব এবং একজন ৪১ থেকে ৫০ বছর বয়সী নারী রয়েছেন।

পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়নি। তবে এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন একজন রোগী।

৩৪ শয্যার করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৬ জন রোগী। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১০। বর্তমানে হাসপাতালে করোনা নিয়ে কোনো রোগী ভর্তি নেই। তবে সন্দেহভাজন করোনা রোগী রয়েছেন ৫ জন। আরও একজন ভর্তি রয়েছেন করোনা নেগেটিভ সত্ত্বেও নানান শারীরিক জটিলতা নিয়ে।

এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর একজন, নাটোরের দুজন, পাবনার একজন এবং জয়পুরহাটের একজন রোগী।

এদিকে মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাবে রাজশাহীর ৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে কারো নমুনায় করোনা শনাক্ত হয়নি।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর