পোরশা সীমান্ত থেকে কৃষককে আটক করল বিএসএফ

সময়: 5:17 pm - April 12, 2022 | | পঠিত হয়েছে: 189 বার
বিএসএফ

নওগাঁর পোরশা সীমান্তে মামুন (৩৫) নামে এক বাংলাদেশি কৃষককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার সকাল ৯টার দিকে ভারতীয় সীমান্তের ২৩১/৭এস পিলারের ঢাকাবীল এলাকায় তার নিজ বোরো ক্ষেতে সেচ দেওয়ার সময় তাকে ধরে নিয়ে যায় বিএসএফ।

মামুন উপজেলার নীতপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর কুলাডাংগা গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মামুন ভারতীয় সীমান্তের ২৩১/৭এস পিলারের ঢাকাবীল এলাকায় তার নিজ বোরো ক্ষেতে সেচ দিতে গিয়েছিল। এ সময় টহলরত ভারতীয় ১৫৯ কেদারাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।

বিজিবি-১৬ হাঁপানিয়া ক্যাম্পের নায়েব সুবেদার ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শুনেছি মামুন তার জমিতে পানি দিচ্ছিল। এ সময় টহলরত কেদারাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা মামুনকে আটক করে নিয়ে যায়। তাকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর