বগুড়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ নিহত ১

সময়: 3:44 pm - June 22, 2022 | | পঠিত হয়েছে: 336 বার

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. শফিকুল ইসলাম (৩৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুন) দুপুরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন- সোহেল রানা (৩০), আইয়ুব আলী (১৮), রজিম মোল্লা (৬০) ও অটোরিকশাচালক মো. রিমন (৪৮)। আহতরা সবাই উপজেলার ইটালী ও ফুলবাড়ী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, মির্জাপুর বাজারে গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী অরিন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যার দিকে শফিকুল ইসলাম মারা যান।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর