চাঁপাইনবাবগঞ্জের অসহায় মানুষের পাশে জারা মাহবুব; প্রশংসা জেলাজুড়ে

সময়: 1:24 pm - May 11, 2023 | | পঠিত হয়েছে: 168 বার

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত, বন্যার্তদের সহায়তা, করোনায় চিকিৎসা সামগ্রী, অক্সিজেন সিলিন্ডার, ওষুধ প্রদান করেছে জেলা আওয়ামী লীগের সদস্য ও সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প চাঁপাই-এর প্রতিষ্ঠাতা সভাপতি জারা জাবিন মাহবুব। বিভিন্ন সময়ে এমন মানবিক কাজ করে প্রশংসায় ভাসছেন তিনি। সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প চাঁপাই-এর মাধ্যমে এসব সহায়তা প্রদান করেন জারা জাবিন মাহবুব।

এপর্যন্ত জেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবাররের মাঝে ৫২ বান টিন, নগদ অর্থ ও প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের সময়ে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের প্রায় ৩০ লাখ টাকার চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।

এরই ধারাবাহিতকতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি অসহায় পরিবারকে টিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নেরর ৯নং ওয়ার্ডের অসহায় পরিবারকে টিন ও অর্থ প্রদান করা হয়। উপস্থিত থেকে টিন ও নগদ অর্থ তুলে দেন ঘোড়াপাখিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোমিন। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. জিলহাজ বিশ্বাস, সদস্য ও স্বেচ্ছাসেবক মো. নিশান, মো. তাজ, মনময় ও শহীদুলসহ অন্যান্যরা।

বিগত ৬ মাসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২ হাজার বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত নারী-পুরুষ ও শিশুদের রক্ষায় জরুরি ভিত্তিতে বন্যাকবলিত এলাকাগুলোতে ওরস্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, বিশুদ্ধ পানির চাহিদা মিটাতে টিউবওয়েল স্থাপন, শুকনো খাবারসহ অন্যান্য জীবনরক্ষাকারী সামগ্রী বিতরণ করে সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প চাঁপাই।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর