রমজানে প্রাথমিকে ক্লাস ২১ মার্চ পর্যন্ত, মাধ্যমিক ও কলেজে ২৫ মার্চ

সময়: 2:17 pm - March 12, 2024 | | পঠিত হয়েছে: 11 বার

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পবিত্র রমজানে বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত দেওয়ার পর কতদিন ক্লাস চলবে, সেই সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের নতুন সূচি জানান।

আজকে পত্রিকাকে তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ে রমজানের প্রথম ১০ দিন অর্থাৎ ২১ মার্চ পর্যন্ত এবং নিম্ন মাধ্যমিক-মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ১৪ রোজা অর্থাৎ ২৫ মার্চ পর্যন্ত পাঠদান চলবে।

ওই সিদ্ধান্তের বিরুদ্ধে রিট আবেদনের শুনানি শেষে ১০ মার্চ রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করে হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে তা গতকাল সোমবার আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে।

রাজশাহী বার্তা/Rahim

এই বিভাগের আরও খবর