প্রেমের ফাঁদ পেতে মুক্তিপণ আদায়, আটক ১০
প্রেমের ফাঁদ পেতে উচ্চবিত্তদের কাছ থেকে মুক্তিপণ আদায়কারী চক্রের ১০ সদস্যকে আটক করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার (১১ মার্চ) সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য তুলে ধরে গোয়েন্দা পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অস্থায়ী কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে নগর বিশেষ শাখার উপ-কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার বলেন, প্রেম ও যৌন সম্পর্কে ফাঁদে ফেলে এই প্রতারক চক্র। এরমধ্যে প্রথমত যৌন সম্পর্ক স্থাপনের প্রলোভন দেখিয়ে ভাড়া ফ্লাটে নিয়ে ঘনিষ্ঠ অবস্থায় চক্রের অপর সদস্যদের দিয়ে ব্ল্যাক মেইল করা। দ্বিতীয়ত ডিবি পরিচয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে অর্থ আদায় করা। ১০ জনই নয় এই চক্রে আরও স্কুল-কলেজের তরুণীরা জড়িত থাকার তথ্য তাদের হাতে রয়েছে। তাদেরকেও আটকের জন্য অভিযান চলছে।
প্রতারণার শিকার নগরীর প্রতিষ্ঠিত এক ঠিকাদারের দেওয়া অভিযোগের প্রেক্ষিতে নগর ডিবির পুলিশের পরিদর্শক মোঃ সগির হোসেনের নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ মঙ্গলবার দিবাগত গভীর রাতে নগরীর কোতোয়ালী ও কাউনিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের গ্রুপের সদস্যদের আটক করেছে।
আটককৃতরা হলো- নগরীর চ্যাটার্জি লেনের লাবু মিয়ার বাসার ভাড়াটিয়া শরিয়তপুরের গোসাইরহাট গ্রামের জাকির হোসেন ও তার স্ত্রী মঞ্জুয়ারা বেগম, নগরীর কাশিপুর এলাকার মামুন বয়াতী, কাউনিয়া প্রধান সড়ক প্রথম গলি এলাকার সেলিম হাওলাদার, ভবানীপুর এলাকার মকবুল হোসেন ও তার স্ত্রী লিজা বেগম, চহটা এলাকার আরিফুর রহমান তালুকদার, বরিশাল সরকারী বিএম কলেজের ম্যানেজমেন্ট অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী ও কাঠালিয়ার আওরাবুনিয়া গ্রামের জাহাঙ্গীর মোল্লার কন্যা ফারজানা আক্তার ঝুমুর, ফকিরবাড়ি এলাকার আবুল কালাম আজাদের স্ত্রী খুশি বেগম ও চরকাউয়া এলাকার শামীম সরদারের স্ত্রী আশা আক্তার।
রাজশাহী বার্তা/admin