করোনা: রাবি ও রুয়েটের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

সময়: 8:14 pm - March 15, 2020 | | পঠিত হয়েছে: 131 বার

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি (রুয়েট) শিক্ষার্থীরা আগামীকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। রবিবার দুপুর ২টায় এ ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

 

এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছে রাবি শিক্ষার্থীরা। রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনের সামনে এ কর্মসূচি পালন করে তারা।

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ও পরিসংখ্যান বিভাগের সব বর্ষের শিক্ষার্থীরা রবিবার দুপুর থেকে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে।

 

এ বিষয়ে গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থীরা বলেন, যদি কোনোভাবে একজন ও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যায় তবে তা খুব দ্রুতই ছড়িয়ে পড়বে, তখন নিশ্চয় বিশ্ববিদ্যালয় বন্ধ করেও কোনো লাভ হবেনা। এই বিশ্ববিদ্যালয়ে সারাদেশের প্রায় প্রতিটি জেলার শিক্ষার্থী পড়াশোনা করে। ভাইরাস ছড়িয়ে পরার পরে যদি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে তাহলে করোনাভাইরাসও এসব শিক্ষার্থীদের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

 

তারা আরও বলেন, তবে কি বিশ্ববিদ্যালয় এই ভাইরাস মহামারি আকার ধারণ করা পর্যন্ত অপেক্ষা করছে? আর কালক্ষেপণ না করে, অবিলম্বে বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের সব শিক্ষা কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা করা উচিত।

 

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা জানান, করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে যেকোনো মুর্হূতে এই আশঙ্কায় আমরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছি।

 

জানতে চাইলে গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগে সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, শিক্ষার্থীরা মৌখিকভাবে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। লিখিতভাবে কোনো আবেদন করেনি। বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

 

পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম হোসেন বলেন, আমরা সকালেও শিক্ষার্থীদের ক্লাস নিয়েছি। তারা আমাদের কাছে ক্লাস-পরীক্ষা বন্ধ করতে দাবি করেছে। তখন তাদেরকে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখনও এ বিষয়ে কোনো নির্দেশনা পায়নি। তাই ক্লাস পরীক্ষা বন্ধ করার নির্দেশ দিতে পারিনা।

 

তিনি আরও বলেন, পরে দুপুুরের পরে শিক্ষকরা ক্লাসে গিয়ে দেখেন শিক্ষার্থীরা ক্লাসে নেই। এ বিষয়ে কোনো লিখিত দিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার্থীরা আমাদের কাছে কোনো লিখিতভাবে দেয়নি। মৌখিকভাবে বলেছে।

 

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা অধ্যাপক লুৎফর রহমান বলেন, এ বিষয়ে প্রশাসন থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নি। তবে উপাচার্যের সঙ্গে কথা বলে পরে বিস্তারিত জানানো হবে।

 

রুয়েটের ক্লাস পরীক্ষা বন্ধের বিষয়টি নিশ্চিত করে রুয়েটের ছাত্র কল্যাণের পরিচালক রবিউল আওয়াল বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ আতঙ্কে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন ঘোষণা করেছে।

 

কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, করোনাভাইরাস বিষয়টি নিয়ে আমরা শঙ্কিত। ইতোমধ্যে বিশ্বের অনেক দেশে মহামারী আকার ধারণ করেছে। তাই পূর্ব সর্তক হিসেবে আমাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রাখা জরুরী। কারণ এখানে প্রচুর শিক্ষার্থী, গবেষক, অনুষদ মেম্বার যারা বিভিন্ন দেশ ছিলো তারা এসে কর্মস্থলে যোগদান করছেন। যদি বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয় তাহলে আমরা সুরক্ষিত থাকতে পারি। তাই আমরা চাই দ্রুত পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করা হোক।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর