সিরাজগঞ্জে বিদেশ ফেরত ৩৩ জনকে হোম কোয়ারেন্টাইনে
বিদেশ ফেরত সিরাজগঞ্জে ৩৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বুধবার দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, তাদের গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সিভিল সার্জন আরও বলেন, জেলার বেলকুচি, রায়গঞ্জ, কাজীপুর, উল্লাপাড়া উপজেলায় বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের শরীরে করোনা আক্রান্তের কোন লক্ষণ না থাকলেও সতর্কতার জন্য ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সিরাজগঞ্জে বিদেশ থেকে আসা ৩৩ জনকে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া সিভিল সার্জন কার্যালয়ের একটি এবং প্রতিটি উপজেলায় একটি করে মোট ১০টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।
অপর দিকে জেলার বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের জন্য ৬৫টি আইসোলেশন বেড স্থাপন করা হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি।
প্রবাসীদের মধ্যে ভাইরাস জনিত কোন সমস্যা আছে কিনা সেটার জন্য তাদেরকে নিজ বাসায় হোম কোয়ারেন্টানে থাকতে বলা হয়েছে। সমস্যা দেখা দিলে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ দল স্যাম্পল নিয়ে যাবেন।
রাজশাহী বার্তা/admin