বগুড়ায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

সময়: 4:54 pm - March 18, 2020 | | পঠিত হয়েছে: 89 বার

বগুড়ার ধুনটে বালুবোঝাই ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশাযাত্রী রেজাউল করিম (৪০) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সাতজন।

বুধবার সকালে ধুনট-শেরপুর সড়কের বথুয়াবাড়ি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী রেজাউল করিম বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়ার আবদুল কুদ্দুসের ছেলে।

ধুনট থানার ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমান জানান, বুধবার সকালে ধুনট থেকে অটোরিকশায় শেরপুরে যাচ্ছিলেন। এতে চালক ছাড়াও দুই শিশুসহ সাতজন যাত্রী ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে অটোরিকশাটি বথুয়াবাড়ি ব্রিজে পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি বালুবোঝাই ট্রাক চাপা দেয়।

এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ আটজন আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে রেজাউল করিম সেখানে মারা যান। ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমান জানান, বালুবোঝাই ট্রাক জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর