চারটি এয়ারলাইন্স ছাড়া আজ থেকে আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল
সময়: 10:57 am - March 21, 2020 | | পঠিত হয়েছে: 103 বার
চারটি এয়ারলাইন্স ছাড়া শনিবার মধ্যরাত থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব বিমানবন্দরে আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে।
করোনাভাইরাস ঠেকাতে সরকার এ পদক্ষেপ নিয়েছে। আজ শনিবার মধ্যরাত থেকে এ ঘোষণা কার্যকর হবে। যে চারটি এয়ারলাইন্সের ফ্লাইট চালু থাকবে সেগুলো হলো- থাই এয়ারলাইন্স, ক্যাথে প্যাসিফিক, চায়না সাউদার্ন ও চায়না ইস্টার্ন এয়ারলাইন্স।
তবে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান যুগান্তরকে বলেন, কেবল ওই চারটি এয়ারলাইন্সই নয়, ১০টি দেশের সব কমার্শিয়াল প্যাসেঞ্জার ফ্লাইট বাতিল করা হয়েছে।
দেশগুলো হচ্ছে- কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত।
রাজশাহী বার্তা/admin