দুঃসময়ে মিষ্টি জান্নাতের প্রশংসিত উদ্যোগ
করোনা আতঙ্কে দিন কাটছে দেশবাসীর। মারণব্যাধী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে এরইমধ্যে বন্ধ হয়ে গেছে শিক্ষাপ্রতিষ্ঠান, সিনেমা, থিয়েটার থেকে শুরু করে সরকারি-বেসরকারি অফিস। করুণ এই পরিস্থিতিতে সচেতন থাকাকেই অগ্রাধিকার দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
কাজে স্থবির পরিস্থিতি বিরাজ করায় বেকায়দায় আছেন অস্বচ্ছল মানুষ। আর এমন মানুষদের পাশে করোনা সচেতনতায় নানা সামগ্রি বিতরণের উদ্যোগ নিলেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত।
সাধ্য মত অস্বচ্ছল মানুষদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ‘লাভ স্টেশন’ খ্যাত ছবির অভিনেত্রী বলেন, আমি ক্ষুদ্র একজন মানুষ। ইচ্ছে থাকলেও বিশাল কিছু করে দেখানোর সুযোগ নেই। তাই বর্তমান পরিস্থিতিতে সাধ্যের মধ্যে জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক, স্যানিটাইজার ও সাবান বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি।
এরআগে বিষয়টি ফেসবুকে পোস্ট দিয়ে এই অভিনেত্রী জানিয়েছিলেন, ২৫ বা ২৬ মার্চ দুই হাজার মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান বিতরণ করার পরিকল্পনা করেছি। শাহবাগ ও তার আশেপাশের এলাকায় এগুলো বিতরণ করব। আমাদের ফোরাম ‘বিয়িং হিউম্যান ডক্টরস গ্রুপ’-এ উদ্যোগ নিয়েছে। আমরা পর্যায়ক্রমে অন্যান্য জায়গাতেও মাস্ক, স্যানিটাইজার, সাবান এসব বিতরণ করবো।
ফেসবুকে এমন ঘোষণা দেয়ার পর ব্যাপক প্রশংসা কুড়ান মিষ্টি জান্নাত। তার এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অনেকে মন্তব্য করেন, লোক দেখানো হলেও বর্তমান এই পরিস্থিতিতে এতোটুকুই বা ক’জন করে!
কেউ কেউ বলেন, করোনা সচেতনতায় লোক দেখানো কিংবা পাব্লিসিটির জন্য হলেও ব্যক্তিগত উদ্যোগে বিত্তবানদের এগিয়ে আসা উচিত, অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়ানো উচিত!
এদিকে চলচ্চিত্রের শুটিং বন্ধ থাকায় অর্থনৈতিক সংকটে আছেন প্রোডাকশনের সঙ্গে জড়িতরা। বিশেষ করে যারা কোনো প্রজেক্টে দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে কাজ করতেন! যদিও প্রযোজক সমিতি চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, কয়েকটি সংগঠন মিলে কলাকুশলীদের আর্থিক প্রণোদনা দেয়া যায় কিনা, বিষয়টি নিয়ে তারা ভাবছেন। যদিও এরকম সমন্নিত উদ্যোগ নিতে এখন পর্যন্ত শোনা যায়নি।
রাজশাহী বার্তা/admin