করোনা ভাইরাস প্রতিরোধে রাসিক মেয়রের উদ্যোগে জরুরি সভা অনুষ্ঠিত

সময়: 12:16 am - March 25, 2020 | | পঠিত হয়েছে: 168 বার

করোনা ভাইরাস বিস্তার রোধে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে সরকারি উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সভায় মেয়র করোনা ভাইরাস বিস্তার রোধে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে এবং নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান। সভায় করোনো সংক্রমণ রোধ, করোনা আক্রান্ত রোগীকে শনাক্তকরণ, স্বাস্থ্য নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় মতামত ব্যক্ত করেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, পরিচালক (স্বাস্থ্য) ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য, রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জামিলুর রহমান, রাজশাহীর সিভিল সার্জন ডা: মহা: এনামুল হক, রাজশাহী মেডিকেল কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা. নওশাদ আলী, উপাধ্যক্ষ ডা. বুলবুল হাসান, রাসিকের প্যানেল মেয়র ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, রামেক হাসপাতালের অধ্যাপক ডা. খলিলুর রহমান, অধ্যাপক ডা. আসাদ্দৌলা শ্যামল, সহযোগী অধ্যাপক ডা. সাবেরা গুল নাহার, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক, মাননীয় মেয়রের একান্ত সচিব মোঃ আলমগীর কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এএফএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর