চাঁপাইনবাবগঞ্জে পুলিশের উদ্যোগে বিভিন্নস্থানে জীবাণুনাশক ঔষধ স্প্রে

করোনা ভাইরাস প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় শহরের বিভিন্ন স্থানে জীবাণুনাশক ঔষধ স্প্রে করা হয়।
১ এপ্রিল বুধবার দিনব্যাপী পৌরএলাকার পাঠানপাড়া, হুজুরাপুর ও বালুবাগানসহ বিভিন্ন আবাসিক এলাকায় আজ সকালে জীবাণুনাশক ঔষধ স্প্রে কর্যক্রম শুরু করা হয়। এ ছাড়াও মানুষকে সচেতন করতে মাইকিং করা হয়। করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে নিয়মকানুন মেনে চলার আহবানও জানিয়েছেন পুলিশ। পুলিশের বিশেষ টিম বিশেষ পোশাক পরে জীবাণুনাশক ঔষধ স্প্রে করে। এ অভিযান পুলিশের অব্যাহত থাকবে। জেলার ৫ থানায় চলবে এ কার্যক্রম।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ৩৪১ জনের মৃত্যু হয়েছে, যা এ যাবৎ একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। খবর রয়টার্স ও বিবিসির। করোনাভাইরাসে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৭৪৯ জন। এটিও একদিনে আক্রান্তের সংখ্যায় সর্বোচ্চ। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৫৮ হাজার ৬৬৯ জন। এর মধ্যে ১ লাখ ৭৮ হাজার ৯৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এ ছাড়া বিশ্বজুড়ে বর্তমানে ৬ লাখ ৩৮ হাজার ৪১৯ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন। এদের মধ্যে ৬ লাখ ৫ হাজার ৫২১ জনের অবস্থা সাধারণ। ৩২ হাজার ৮৯৮ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিইউতে রয়েছেন।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি বিপর্যস্ত ইতালি। ইতালিতে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। এখন পর্যন্ত সেখানে মারা গেছেন ১২ হাজার ৪২৮ জন। স্পেনে মৃত্যুর সংখ্যা ৮ হাজার ৪৬৪ জন।
যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৬৭ জনের। চীনে ৩ হাজার ৩০৫ জন। ফ্রান্সে ৩ হাজার ৫২৩ জন। ইরানে ২ হাজার ৮৯৮ জন। যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৭৮৯ জনে দাঁড়িয়েছে।
রাজশাহী বার্তা/admin